মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) হলে করনীয়

ডা: সিলভিয়া কাদির মৌ

by sondeshbd.com
37 views

মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) হলে করনীয়:
মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি – ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। এই সমস্যাটিতে ছেলেদের তুলনায় মেয়েরা সবচেয়ে বেশী ভুগে থাকে। কারন মহিলাদের মূত্রনালী (৩-৪ সে.মি.) ছেলেদের মূত্রনালীর (১৬-২০সে.মি.) তুলনায় কম।
কারন:
(১) অ-পর্যাপ্ত পরিমানে পানি পান করলে। (যেমন: রমজানের সময়, প্রেগনেন্সির সময় স্বাস্থ্যের প্রতি যত্নবান না হওযা)
(২) যৌনাঙ্গ এলাকা পরিষ্কার করার ভুল পদ্ধতি।
(৩) দীর্ঘদিন ধরে শয্যাশায়ী রোগী। (দীর্ঘদিন শরীরে ক্যাথেটার ব্যবহার করলে)
(৪) বহুমূত্র রোগের কারনে।
(৫) মাল্টিপল সেক্সুয়াল পার্টনার বা অতি বেশী মাত্রায় যৌনমূলক ক্রিয়াকান্ডে জড়িত থাকেন যারা।
(৬) মূত্রনালীর কিছু ত্রুটির কারনে।
(৭) স্নায়ুতন্ত্রের সমস্যার কারনে ( হাইড্রোসেফালাস, মায়েলোমেনিঙ্গোসিল – শিশুদের ক্ষেত্রে)
(৮) পুংজননতন্ত্রের বিভিন্ন অংশে সংক্রমনগুলির পরে।

লক্ষন:
(১) জ্বর
(২) তলপেটে ব্যথা
(৩) প্রসাবের সময় জ্বালাপোড়া করা।
(৪) সহবাসের সময় ব্যথা অনুভব হওয়া।
(৫) পিঠে ব্যথা অনুভব করা ( মাঝে মাঝে)।
(৬) মূত্রত্যাগ করার বর্ধিত এবং হটাৎ তাড়না।

প্রতিকার:
(১) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।
(২) প্রতিদিন ২-৩ লিটার পানি পান করা।
(৩) উপরোক্ত লক্ষনগুলো দেখা দিলে খুব দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ( জেনারেল ফিজিসিয়ান, ইউরোলজিষ্ট,নেফ্রোলজিস্ট )

ডা: সিলভিয়া কাদির মৌ

এম.বি.বি.এস, পি.জি.টি (রেডিওলজি ও ইমেজিং) সি.এম.ইউ

আরো পড়ুন