পুরান ঢাকায় তিনজন নিহত, আহত ১০

৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন

by sondeshbd.com
14 views
তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় নিহত হয়েছে তিনজন। আহত হয়েছে আরও ১০ জনেরও বেশি মানুষ।  শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।
মিটফোর্ড হাসপাতালের বরাত দিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার জানান, কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল এবং কার্নিশ থেকে ইট ও পলেস্তরা খসে নিচে পড়ে। সেখানে গরুর মাংস বিক্রির দোকান ছিল। দেয়াল ও ইট-পলেস্তরা খসে নিচে পড়লে সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।  ভূমিকম্পের ঘটনায়  মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহত ১০ জন।

আরো পড়ুন