নওগাঁ জেলার প্রাণ পত্নীতলা ও মহাদেবপুর

by sondeshbd.com
20 views

সাখাওয়াত হোসেন, বিশেষ প্রতিনিধি

 

নওগাঁ জেলার ১১টি উপজেলা। এই ১১টি উপজেলার মধ্যে ৯টি উপজেলা নওগাঁ(সদর), বদলগাছী, ধামইরহাট,

পত্নীতলা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মান্দা ও মহাদেবপুর উপজেলা অনেকটাই ডিম্বাকৃতিভাবে অবস্থিত।

এই ৯টি উপজেলার কেন্দ্রে অবস্খিত মহাদেবপুর উপজেলা, অর্থাৎ মহাদেবপুর উপজেলার চারিপাশে অপর

৮টি উপজেলা অবস্থিত। অবস্থানগত দিক থেকে মহাদেবপুর উপজেলার গুরুত্ব অপরিসীম কারন সহজ

যোগাযোগের কথা চিন্তা করলে, ধামইরহাট, পত্নীতলা, সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের অধিবাসীদের মহাদেবপুরের

উপর দিয়েই নওগাঁ জেলা শহরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থার কারনে মহাদেবপুরে শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের

ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে।

 

পোরশা, সাপাহার, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার পশ্চিমে ভারত সীমান্ত হবার কারনে এখানকার অধিবাসীদের

বাধ্য হয়েই মহাদেবপুরের উপর দিয়েই চলাচল করতে হয়। এই জেলার পত্নীতলা উপজেলা, জেলার মহাদেবপুর,

বদলগাছী, ধামইরহাট, পোরশা ও সাপাহার উপজেলা দ্বারা বেস্টিত। সাপাহার উপজেলার অধিবাসীদের পত্নীতলা হয়ে

মহাদেবপুর ও নওগাঁ জেলা সদরে যেতে হয়। ধামইরহাটের অধিবাসীদেরও পত্নীতলা হয়ে মহাদেবপুর ও নওগাঁ জেলা

সদরে যেতে হয়। অর্থাৎ ভৌগোলিক অবস্থান থেকে জেলার উপরোক্ত ৯টি উপজেলার মধ্যে মহাদেবপুর ও পত্নীতলার

গুরুত্ব সবচেয়ে বেশী।

 

নওগাঁ জেলার সবচেয়ে বেশী ধান উৎপাদন হয় কারন এই জেলাটি ধান উৎপাদনের জন্য বিখ্যাত এবং এখানকার বেশীরভাগ

মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। ধান-চাল উৎপাদনে দেশের দেশের ৩য় অবস্থানে থাকে নওগাঁ জেলা, এর মুল কারিগর

এখানকার কৃষক। এখানে উৎপাদিত খাদ্যশষ্য জেলার স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৪২ শতাংশ দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ

করা হয়, এতে বানিজ্য হয় প্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশী। কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় আবাদি জমির পরিমান প্রায়

২ লাখ ৬৪ হাজার ২০০ হেক্টর। এর মধ্যে প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে হয় ধানের আবাদ। আউশ, আমন ও বোরো

ধানের আবাদ হয় তিন মৌসুমে।

 

এখানে বছরে ধান উৎপাদন হয় প্রায় ১৬ লাখ ৫৬ হাজার টন। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলাতে সবচেয়ে বেশী অটোরাইস

মিল রয়েছে। ১৯৮০ সালের শুরু থেকেই এখানে পারিবারিকভাবেই চালকলের ব্যবসা আরম্ভ হয়েছিল। খাদ্য বিভাগ ও জেলা

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তথ্য মতে, জেলাতে ৩৫৬টি সচল চালকল রয়েছে, এর মধ্যে ৪৪টি অটোমেটিক রাইস মিল

এবং ৩১২টি হাসকিং মিল। জেলার অটোমেটিক রাইস মিলগুলো পত্নীতলা, মহাদেবপুর ও নওগাঁ সদর উপজেলাকে কেন্দ্র

করেই গড়ে উঠেছে। মহাদেবপুর ও পত্নীতলা উপজেলাতে ছোট ও মাঝারি আকারের অটোমেটিক রাইস মিল, হাসকিং মিল,

আইস মিল, স-মিল গড়ে ওঠার কারনে এখানে প্রচুর পরিমানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় এই দুটি

উপজেলার গুরুত্বও বেড়েছে বহুগুণে, হয়েছে নওগাঁ জেলার প্রাণ।

আরো পড়ুন