কক্সবাজারে টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। দলীয় ৭ রানেই তাদের উদ্বোধনী জুটি ভাঙেন অতশী মজুমদার। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান করেন ৩১ বলে ১৫ রান। কোমাল খান করেন ৪২ বলে ২৮ রান। জুফিশান আয়াজ করেন ২৭ বলে ১৭ রান।
মেয়েদের অনূর্ধ্ব-১৯ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল বাংলাদেশ দল। এদিন দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। পাকিস্তানকে ৮০ রানেই থামিয়ে দেয়। তিন উইকেটে জয়ী হয়ে স্বাগতিকরা সিরিজে ফিরা নিশ্চিত করে।
নির্ধারিত ২০ ওভারই খেলে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮০ রান। হাবিবা একাই নেন চারটি উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায় ৪ রানেই। অরিত্রি নির্জনা মণ্ডল ৮ বলে ২ রান করেন। তারপর ২৭ রানের জুটি পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সুবর্ণা।
সাদিয়া আক্তার টানা দুই বলে দুটি চার হাঁকিয়ে এবং ১০ বলে হার না মানা ১৩ রান করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন। পরে এক ওভার হাতে রেখেই ৭ উইকেট হারিয়ে জিতেছে বাংলাদেশ।

