বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর, শামস হলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ১৯৭ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটকে দেয়া হয়েছে শাপলা কাব, প্রেসিডেন্ট’স স্কাউট এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মো. এহছানুল হক, প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার, উপুপ্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ এবং কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন জাতীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
শিক্ষা উপদেষ্টা বলেন,স্কাউটিং করলে কেউ পিছিয়ে থাকে না। যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারা এটি কার্যকরী আন্দোলন। এতে যত বেশি অংশগ্রহণ বাড়ানো যাবে তত বেশি ভবিষ্যতের অগ্রপথিক হিসেবে তারা তাদেরকে গড়ে তুলতে পারবে।
শাপলা কাব — কাব স্কাউটদের সর্বোচ্চ — পেয়েছেন ১২২ জন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন ৭০ জন স্কাউট, রোভার স্কাউটদের মধ্যে ৫ জনকে দেয়া হয়েছে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড।
এই পুরস্কার বিতরণ শুধু ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং স্কাউটিং আন্দোলনের প্রতি দায়িত্ব ও উৎসাহকে তুলে ধরে জাতীয়ভাবে স্কাউটিংুএর গুরুত্ব প্রতিফলন করেছে।

