ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহকে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ করার প্রতিবাদে ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) এই কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে হামলায় জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ও বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি সরাসরি বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা। এই হামলার মাধ্যমে পুরো জাতিকে ভীতসন্ত্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে।
বক্তারা আরও বলেন, ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই একটি কুচক্রী মহল দেশে-বিদেশে বসে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
তারা অবিলম্বে শরীফ ওসমান হাদী ও এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
