খালেদা জিয়ার সুস্থতা কামনায় পূর্ব মনিপুর এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল

by sondeshbd.com
24 views

দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকা এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করে পূর্ব মনিপুর এলাকাবাসী।

১৩ ডিসেম্বর, শনিবার বাদ মাগরিব পূর্ব মনিপুর, ঢাকাতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোওয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল হোসেন আব্দুল এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আব্দুর রাজ্জাক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা যুবদলের আহবায়ক জনাব শাকিল মোল্লা, মিরপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব সামিউল ইসলাম সুমন, মিরপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জনাব হাসিবুর রহমান সম্রাট, সংগ্রামী যুব নেতা মো: সোহাগ হোসেনসহ মিরপুর ৭, ১১,১২ ও ১৩নং ওয়ার্ডের বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা বেগম জিয়ার জন্য দেশ এবং প্রবাসে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির ‘গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং তার দ্রুত সুস্থতা দেশের জন্য প্রয়োজন।

শেষে বেগম জিয়ার সুস্থতা, সকল মুসলিম উম্মর শান্তি কামনা করে মোনাজাত করেন

আরো পড়ুন