কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ট্রফি ঢাকায় আসছে ১৪ জানুয়ারি

by sondeshbd.com
22 views

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ১৪ জানুয়ারি এই ট্রফিটি বিশ্বকাপ ট্রফি ট্যুর প্রোগ্রামের আওতায় ঢাকায় আসছে বলে জানিয়েছে দ্য কোকা-কোলা কোম্পানি।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র—এই তিনটি দেশের যৌথ আয়োজনে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। বিশ্বব্যাপী সফরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা ৩০টি ফিফা সদস্য দেশ সফর করবে। মোট ১৫০ দিনের ট্যুরে ৭৫টি স্থানে থামবে ট্রফিটি, যা ভক্তদের জন্য জীবনে একবার পাওয়া সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ট্যুরের মাধ্যমে বাংলাদেশি দর্শকরা ফুটবলের সর্বোচ্চ সম্মান মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।

কোকা-কোলা কোম্পানির গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সারস অ্যান্ড পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার মাধ্যমে আমরা ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসতে পেরে আনন্দিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগ খুব কাছ থেকে অনুভব করার এক অনন্য সুযোগ করে দিচ্ছে।

এবারের ট্যুরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন করছে এবং একই সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতিও চলছে।

এ উপলক্ষে কোকা-কোলা চালু করেছে একটি ইন্টার‌্যাকটিভ “আন্ডার দ্য ক্যাপ” প্রোমো ক্যাম্পেইন। এতে অংশ নিতে ফুটবলপ্রেমীদের ১ লিটারের কোকা-কোলা প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর নির্দিষ্ট ওয়েবপেজে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড শেয়ার করতে হবে এবং ফিফা-থিমের একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।

প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা বিজয়ী হিসেবে ট্রফি দেখার টিকিট পাবেন। এই অফার কার্যকর থাকবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ভোক্তারা প্রতি ৯০ মিনিটে একবার টিকিট জেতার সুযোগ পাবেন। (সূত্র: বাসস)

আরো পড়ুন