তারেক রহমান দেশে ফিরলে তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে। বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না। দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই. তবে আবেদনের প্রেক্ষিতে এনসিপির ৬ নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালের অবস্থান শনাক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফয়সালকে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না

