নওগাঁ-৩ এর চূড়ান্ত মনোনয়নপত্র পেলেন ফজলে হুদা বাবুল

by sondeshbd.com
21 views

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ফজলে হুদা বাবুল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পেয়েছেন।

১৭ (ডিসেম্বর) ২০২৫, দলের মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্রটি আজ ২৪ (ডিসেম্বর) হাতে পেয়েছেন ফজলে হুদা বাবুল। এরই মধ্যে তিনি তার ভেরিভাইড ফেসবুক পেইজ এ তা প্রকাশ করে সবার দোওয়া চেয়েছেন।

সন্দেশের সাথে কথা হলে তিনি সন্দেশকে জানান, আজকের মনোনয়নপত্রটি প্রচারের মাধ্যমে তার নিজ আসনের ভোটার, নেতা ও কর্মীদের মাঝে ছড়িয়ে ছিটে থাকা গুজবের ডাল-পালা ঝড়ে পড়বে। আমার বিশ্বাস, দলের চুরান্ত মনোনয়নপত্র দলের সকল নেতা-কর্মীদের একত্রিত করে, এক সাথে চরার পথকে সুগোম করবে।

ফজলে হুদা বাবুল দীর্ঘদিন ধরে কৃষক দলের কেন্দ্রীয় ও এলাকার স্থানীয় রাজনীতির সাথে জড়িত। তিনি গত ১৭ বছরের আওয়ামী দূ:স্বাসনের যাঁতাকলে অমানবিকভাবে পিষ্ঠ হয়ে, দলের নেতা-কর্মীদের থেকে বিচ্ছিন্ন না হয়ে, কর্মীদের দু:সময়ে কাছে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন।

ফজলে হুদা বাবুল বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিভেদ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান।”

তিনি চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পেয়ে নিজ আসনের সকল দলীয় নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনমুখী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন