স্ট্যান্ড-আপ কমেডিয়ান হবার গল্প পর্ব – ২

দর্শকের সামনে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হবার কৌশল

by sondeshbd.com
2K views

সরদার মেহেদী হাসান

বর্তমানে টিভি চ্যানেল অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের বেশ গুরুত্ব অথবা কদর রযেছে। জাতীয় গণমাধ্যমে শুধু নয়, পারিবারিক অথবা যেকোন কর্পোরেট অনুষ্ঠানে স্ট্যান্ড-আপ কমেডিয়ানের গুরুত্ব চোখে পড়ার মত।

আপনি ইচ্ছে করলেই নিজেকে একজন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে উপস্থাপন করতে পারেন, তবে এর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ কিছু টিপস মনে রাখতে হবে এবং প্রাকটিস করতে হবে।

স্ট্যান্ড-আপ কমেডিয়ান হবার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে:

(১) সময়সীমা সম্পর্কে জ্ঞান রাখা: আপনি দর্শকদের সামনে কমেডি উপস্থাপন করছেন। আপনাকে অবশ্যই প্রতিটি কমেডি বা জোকস বলার সময় তার সময়সীমা সম্পর্কে সতর্ক থাকবেন। জোকসের দীর্ঘতা দর্শকদের মধ্যে বিরক্তির ভাব সৃষ্টি করতে পারে। ছোট ছোট জোকস দর্শকদের বেশী আনন্দিত করে।

(২) ধরণ এবং আপনার সামনের শ্রোতাদের সম্পর্কে জানুন:
আপনি কোথায়, কখন, কাদের সামনে কমেডি পরিবেশন করছেন, সেইসমস্ত দর্শকদের বিষয়ে সঠিক ধারনা নিন। বিয়ের আসরের কমেডি কন্টেন্ট কর্পোরেট লেভেলের দর্শক গ্রহণ করবে না। বড়দের জোকস ছোটদের সামনে, ছোটদের জোকস বড়দের সামনে উপস্থাপনের ক্ষেত্রে সতর্ক থাকবেন।

(৩) আপনার প্রপস বা শ্রোতা স্বেচ্ছাসেবকের প্রয়োজন কিনা তা পূর্বেই জেনে নিন:
আপনি স্ট্যান্ড-আপ কমেডি পরিবেশনের পূর্বে, আপনার কি কি প্রপস প্রয়োজন কিংবা শ্রোতাদের মধ্যে থেকে, শ্রোতা স্বেচ্ছাসেবক ঠিক করে রাখুন যাতে তারা আপনার পরিবেশনাকে বেশী প্রাণবন্ত করে তুলতে সঠিক ভূমিকা রাখতে পারেন।

(৪) আপনার প্রথম জোকসটাই হবে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ :
সূর্য ওঠার ধরনটা দেখলে যেমন বুঝা য়ায় আজকের দিনটা কেমন যাবে, ঠিক তেমনি আপনার শুরুর প্রথম জোকস কন্টেন্টটি বলে দিবে আপনার পরিবেশনাটি কেমন হবে।

আপনাকে দর্শকদের সামনে এসে ১ম জোকসেই জানিয়ে দিতে হবে আপনি তাদেরকে আনন্দ দিতে পারেন নতুবা তারা দর্শকসারি থেকে উঠে যেতে শুরু করবে।

আপনাকে দর্শকদের মোটিভ বুঝে শুরুতেই মজার একটি কন্টেন্ট দিয়ে শুরু করতে হবে।

(৫) আপনার শেষের কমেডিটি হলো দ্বিতীয় সবচেযে গুরুত্বপূর্ণ :
আপনি যেমস ধামাকা জোকস দিয়ে পারর্ফম শুরু করেছেন, ঠিক তেমনি শেষের জোকসটিও খুবই মজার এবং হাসির কন্টেন্ট দিয়ে শেষ করতে হবে।

(৬) অনুপ্রেরণা ব্যবহার করুন, কিন্তু চুরি করবেন না:
জোকস পরিবেশনের ক্ষেত্রে আপনি আপনার পছন্দের আইডলকে ফলো করতে পারেন, কিন্তু তার জোকস পরিবেশনের ধরনকে পুরুপুরি কপি বা নকল করবেন না। এতে আপনার নিজস্ব স্বকীয়তা হারিয়ে যাবে এবং আপনিও দর্শকের সামনে বেশী দিন টিকে থাকতে পারবেন না।

আপনি আপনার মেধা ও যোগ্যতাকে কাজে নতুন নতুন, নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। অন্যের বলা জোকস কপি বা চুরি করবেন না। কপি করে জোকস বলার কৌশল আপনাকে খুব বেশীদুর নিয়ে যেতে পারবে না।

(৭) নিজের ইম্প্রোভাইজিং দক্ষতাকে কাজে লাগান:
স্ট্যান্ড-আপ কমেডিতে যে যত বেশী ইম্প্রোভাইজিং দক্ষতা পরিবেশন করতে পারবে সেই তত বেশী জনপ্রিয়তা অর্জণে সক্ষম হবে।

(৮) নিজেকে আয়নার সামনে দাড় করান:
আপনি নিজেকে দর্শকদের সামনে উপস্থাপনের পূর্বে, বাড়িতে ডেসিন টেবিলের আয়নার সামনে নিজেকে দাড় করান। নিজের কথা বলার ধরণ প্রাকটিস করুন। মুখের অঙ্গভঙ্গি ঠিক রেখে কথা বলার রিহার্সেল করুন।

 

(৯) শব্দচয়ণে খেযাল রাখুন:
আপনার প্রতিটি কথা, প্রতিটি শব্দ যাতে দর্শকের কানে পৌছায় তার জন্য শুদ্ধস্বরের প্রাকটিস করুন। প্রতিটি শব্দ যাতে দর্শক বুঝতে পারেন সেজন্য আপনি কথার মধ্যে অল্প অল্প স্পেস দিন, দর্শকদের বুঝার সময় দিন। মনে রাখবেন, আপনার কথা বুঝতে না পারলে দর্শক আপনার কমেডি শুনে হাসবে না।

(১০) বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করুন:
আপনাকে জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হতে হলে, আপনাকে দেশের বর্তমান, সমসাময়িক ঘটনা, খবর ও কাজের আপডেট জানতে হবে। (চলবে)

আরো পড়ুন