ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

by sondeshbd.com
21 views

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সারা বাংলাদেশ থেকে পৌনে ৬ হাজার সদস্য অংশ নিয়েছিলেন।

সংগঠনের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। এ সংক্রান্ত কার্যক্রম এখন চলমান রয়েছে। নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

 

আরো পড়ুন