হ্যামিলনের বাঁশির সুরে লাখ-কোটি প্রাণের অশ্রুতে বিদায় খালেদা জিয়ার

সরদার মেহেদী হাসান

by sondeshbd.com
158 views

৩১ডিসেম্বর, ২০২৫ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটির নাম। সবাই বলবে, সবাই স্বরণ করবে একটি নাম, মহিয়সি নারী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

মানুষ তথা জনগনের ভালবাসা গ্রহণ করা বা পাওয়া, সেইটিও একরকম আল্লাহর নিকট থেকে পাওয়া এক ধরনের রিজিক। মানুষ মৃত্যুবরণ করবেই কিন্তু যে মানুষটি ৫ আগষ্ট, ২০২৪ এর পূর্বে মৃত্যুবরণ করলে, তখনকার স্বৈরশাসক কর্তৃক বাধা বিপত্তিতে জনগন এমন জনসমাগমের মাধ্যমে জানাজায় শরীক হতে পারতেন কি না তা বলাই বাহুল্য।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ দেশের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা আজ ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ পূর্বের ঘোষনাকৃত সময়ের কয়েক ঘন্টা আগেই মানিকমিয়া এভিনিউ ও তার পার্শ্ববর্তী এলাকা খামারবাড়ি, ফার্মগেইট পুলিশ বক্স, আলরাজি হাসপাতালের সামনের রাস্তা, তেহগাঁও সাত রাস্তার মোড়, কারওয়ান বাজার, সার্ক ফোয়ারা, বিজয় স্বরনী, জাহাঙ্গীর গেইট, আগারগাও রোড, মিরপুর-ধানমন্ডি রোড লাখ লাখ মানুষে পরিপূর্ণ হয়ে যায়।

আমি দুপুর ১টা ৮মিনিটে কারওয়ান বাজার রোডে হ্যামিলনের বাঁশির সুরে হাজার হাজার মানুষদের জানাজার উদ্দেশে ছুটে যেতে দেখেছি। হাজারও মানুষের ভির ঠেলে ফার্মগেইট ওভার ব্রীজের নিকট পৌছাতে পারলেও, মানিক মিয়া,খামারবাড়ি পর্যন্ত লাখ লাখ মানুষের ভীরের উল্টো স্রোতে পূনরায় ফার্মগেইট পুলিশ বক্সের পাশে জানাজায় দাড়ানোর জায়গা পাই ২টা ২০ মিনিটে।

পরবর্তীতে মানুষের সমাগমকে পাশ কাটিয়ে বিজয় স্বরণীর দিকে এগিয়ে গেলে চোখে পড়ে মানুষ আর মানুষ। এরপর প্রায় ৩টার কাছাকাছি সময়ে জানাজা শেষ হলে, বিজয় স্বরণীর মানুষের ঠেলাঠেলিতে জাহাঙ্গীর গেইট এর দিকে বহুদুর চলে যেতে হয়। এইটি আজকের জানাজার আমার চোখে দেখা ছোট্ট একটা নমুনা। এরকম অসংখ্য ঘটনা আজকের জানাজায় শরীক হওয়া মানুষদের জীবনে ঘটেছে। মানুষের মুখে মুখে শোনা যায় আজকে ৬০-৭০ লাখের অধিক বা কোটি মানুষের জমায়েত হয়েছে এই জানাজায়, যা বাংলাদেশের ইতিহাসে অবিশ্বরণীয় হয়ে থাকবে।

ইতিহাসের বৃহত্তর জানাজা । বিরল সম্মানে অভিষিক্ত গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বিভিন্ন ড্রোন ফুটেজে বেগম খালেদা জিয়ার জানাজাস্থল দেখলে সহজেই অনুমীয়, জানাজা লক্ষ লক্ষ মানুষের পদভারে জনসমুদ্রে পরিণত হয়েছে সমগ্র এলাকা।

হয়তবা এইটি পৃথিবীর সবচেয়ে বড় জানাজার স্বাক্ষী হতে যাচ্ছে!মানিক মিয়া এভিনিউর এই জানাজাটি। আল্লাহ এভাবেই যাকে খুশি তাঁকে সম্মানিত করেন, যাকে খুশি তাকে অসম্মানিত করেন। ইতিহাস তার স্বাক্ষী।

এক জীবনে এতো ভালবাসা, মর্যাদা, সম্মান এবং সর্বোচ্চ দায়িত্ব লাভের পাশাপাশি ইতিহাসের অন্যতম বৃহৎ সত্যিকার অর্থেই “অগনিত মানুষের” ‘সালাতুল জানাযা’ সবার ভাগ্যে জোটে না।

হে মহান রব, আপনি প্রানপ্রিয় নেত্রী “বেগম খালেদা জিয়াকে” মানবীয় ভুলভ্রান্তি ক্ষমা করে পরকালীন জীবনকেও মর্যাদাময় করুন। তাঁর যে কোনো নেক আমলের ওসীলায় আপনার অপার দয়ায় জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমীন।

 

 

আরো পড়ুন