আগামী নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই: মির্জা ফখরুল

by sondeshbd.com
12 views

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই। এবারের নির্বাচন জাতির কাছে খুবই গুরুত্বপূর্ণ, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে ভোটাদের মধ্যে।

ওবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন,গণমাধ্যমে টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন। কিন্তু বর্তমানে নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক, আগে যারা নির্বাচন বিরোধী ছিলো তারাও অংশ নিচ্ছে।

নির্বাচনের বাঁধা দূর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে। তিনি সবলেন, সুশাসন, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা চান মানুষ। গণতান্ত্রিক সংস্কৃতি সমস্ত মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠে।

এর আগে দুপুরে বিমানযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছেন। বাদ আসর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। তিনি ফাতেহা পাঠ এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

আরো পড়ুন