আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন ইসিতে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।
সোমবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।
ইসি সূত্রে জানা গেছে, আপিল আবেদনের প্রথম দিনে রাজধানী ঢাকা অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক আপিল জমা পড়েছে। ঢাকা থেকে আসা আবেদনের সংখ্যা ১৫টি। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রংপুর অঞ্চল, যেখান থেকে মোট ৬টি আবেদন জমা পড়েছে।
রাজশাহী ও কুমিল্লা অঞ্চল থেকে ৫টি করে আবেদন জমা পড়েছে। তবে কুমিল্লার ক্ষেত্রে একটি বিশেষত্ব হলো, সেখানে গ্রহণের বিপরীতে ১টি আপিল জমা পড়েছে।
খুলনা থেকে ৬টি এবং ফরিদপুর থেকে ৭টি আবেদন জমা পড়েছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চল থেকে ১টি করে আবেদন জমা পড়েছে। আর বন্দর নগরী চট্টগ্রাম থেকে জমা পড়েছে ২টি আবেদন। একমাত্র সিলেট অঞ্চল থেকে এখন পর্যন্ত কোনো আপিল আবেদন জমা পড়েনি।
প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ আবেদনই করা হয়েছে কোনো সিদ্ধান্তের বাতিলের বিরুদ্ধে। মোট ৪২টি আবেদনের মধ্যে ৪১টি আবেদনই বাতিলের বিরুদ্ধে করা হয়েছে। অন্যদিকে, কোনো সিদ্ধান্ত ‘গ্রহণের বিরুদ্ধে’ আপিল এসেছে মাত্র ১টি (কুমিল্লা অঞ্চল থেকে)।

