০১.
ক্যামন মানুষ তুমি কেবল দোষ খোঁজো?
পরের গলায় দড়ি দিয়ে,
মিথ্যা কানাকড়ি দিয়ে,
আমড়া গাছে কাঁঠালপাকা কোষ খোঁজো।
ক্যামন মানুষ তুমি কেবল দোষ খোঁজো?
লেপের উপর পা রেখে পাপোশ খোঁজো।
০২.
কবে যে ভাঙবে আঁধারের ঘুম!
কবে যে হাসবো,
খুশিতে ভাসবো,
ভুলে যাবো এই রাত্রি- নিঝুম।
কবে যে ভাঙবে আঁধারের ঘুম
কবে যে ফুটবে আলোর কুসুম।
০৩.
বেতমিজ কারো গায় নেই জানি লেখা!
তবু পথ চলতে,
কিছু কথা বলতে,
হুট করে হয়ে যায়- কতোশত দেখা!
বেতমিজ কারো গায় নেই জানি লেখা
সময়ের সাথে হাসে- উদয়ের রেখা।
০৪.
মানুষ নিয়ে আজকে যারা খেলছো,
এই মানুষের অভিশাপে!
পড়বে গলে ভীষণ তাপে!!
যতোই খুশির রঙিন ডানা মেলছো।
মানুষ নিয়ে আজকে যারা খেলছো,
মনে রেখো নিজকে মেরে ফেলছো।
০৫.
যার পেটে ভাত নেই সেই বোঝে জ্বালা!
সেই বোঝে দুঃখ,
কি জিনিস মুখ্য?
তুমি আমি শুধু শুধু করি মামা খালা।
যার পেটে ভাত নেই সেই বোঝে জ্বালা!
সেই জানে ভেঙে দিতে নিষেধের তালা।
০৬.
এক দুই তিন করে পাঁচ কি!
তারপর চুপ করে,
একবাটি স্যুপ ধরে,
খেতে চাও মলা-ঢেলা কাঁচকি?
এক দুই তিন করে পাঁচ কি!
জুড়ে দেবে তুমি হেসে নাচ কি?
০৭.
দিচ্ছি দেবো করে ওরা আজ না কাল!
ঘুরায় শুধু আমারে,
দেখায় চাচা মামা রে!
দেয় না ফেরত প্রাপ্য তবু, বাজনা কাল।
দিচ্ছি দেবো করে ওরা আজ না কাল!
ওদের কাছে হলাম আমি আজ নাকাল।

