ডিএম রাশেদ
নওগাঁর জেলার পোরশায় উপজেলায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে এক হলেন দীর্ঘদিন ধরে বিভক্ত হয়ে থাকা উপজেলা বিএনপি’র দুই গ্রুপ। নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমানের প্রচেষ্টায় ও মধ্যস্থতায় দীর্ঘদিনের বিভেদ ভুলে এক হয়েছেন উপজেলা বিএনপির দুই গ্রুপ।
৯ জানুয়ারী, শুক্রবার উপজেলার সারাইগাছী দলীয় কার্যালয় প্রাঙ্গনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান উপস্থিতিতে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম হাতে হাত রেখে এক সঙ্গে নির্বাচনে কাজ করবার জন্য অঙ্গিকারবদ্ধ হন।
এসময় বিভক্ত হওয়া দুই নেতা সকল ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান। এসময় উপজেলা বিএনপির দুই গ্রুপের সকল পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএম রাশেদ,পোরশা নওগাঁ

