নির্বাচনী গুঞ্জন, হাইকোর্ট থেকে আপিলের রায় পেয়েছে হিরো আলম

by sondeshbd.com
16 views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোস্যাল মিডিয়াতে বেশ গুঞ্জন ছিল, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

তিনি শেষ মুহূর্তে এসে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র কেনেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে না পারায় তার ফরমটি গ্রহণ করেননি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা। এমন পরিস্থিতিতে হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে সেই অনিশ্চয়তা কেটে গেছে হাইকোর্টের আপিল বিভাগের রায়ে।

আজ সোমবার (১২ জানুয়ারি) হিরো আলম হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলের রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’

এর আগে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন।

 

আরো পড়ুন