বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের নৈশপ্রহরী আরেজ আলীর পরিসমাপ্তির অধ্যায়

by sondeshbd.com
14 views

আজ ১৩ ডিসেম্বর ২০২৬ নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সদরে অবস্থিত “বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের” প্রাঙ্গণে এক নীরব অথচ গভীর আবেগঘন অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের নৈশপ্রহরী মোঃ আরেজ আলী তাঁর দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসর গ্রহণ করলেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত তিনি দিন-রাতের প্রহর গুনে, নীরবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই কলেজের নিরাপত্তা, শৃঙ্খলা ও আস্থার এক জীবন্ত প্রতীক হয়ে ছিলেন কলেজের সকল শিক্ষক ও ছাত্রীদের নিকট।

আরেজ আলীর জীবনের আরেকটি উজ্জ্বল পরিচয় – তিনি বদলগাছী পাবলিক লাইব্রেরীর অঙ্গসংগঠন “বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠীর” একজন স্বনামধন্য প্রবীণ বাউল শিল্পী। তিনি তার নৈশপ্রহরীর দায়িত্বে পরিহীত পোশাক খুলে মঞ্চে উঠলে তিনি হয়ে উঠতেন রঙিন আলোয় ভেজা এক শিল্পী; যেখানে সুর, তাল আর দেশজ সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে যেত।

কর্মের প্রতি নিষ্ঠা, সময়ের প্রতি সম্মান আর মানুষের প্রতি মমত্ব – এই তিনটি গুণ তাঁর জীবনের প্রধান অলংকার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের আমানতসমূহ তাদের হকদারকে ফিরিয়ে দিতে আদেশ করেন।” (সূরা আন-নিসা: ৫৮)

আরেজ আলী তাঁর দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছিলেন এবং সম্মানের সাথেই তা ফিরিয়ে দিয়েছেন – এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্য। আজ অবসরের এই সন্ধিক্ষণে আমরা শুধু বিদায় জানাই না; আমরা কৃতজ্ঞতা জানাই।

লেখাটি “বদলগাছী বৈশাখী সাংস্কৃতিক গোষ্ঠীর” একজন স্বনামধন্য শিল্পী ও শিক্ষক মো: আউয়াল আহম্মেদের ফেসবুক পোষ্ট থেকে গৃহীত।

আরো পড়ুন