রাজধানীর উত্তরায় আবাসিক ভবনের অগ্নিকাণ্ডে ছয়জন নিহত

by sondeshbd.com
6 views

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। পুলিশের ধারণা, আগুনের সূত্রপাত ঘটে ভবনের দোতলার একটি রান্নাঘর থেকে। রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ কিংবা গ্যাস লিকেজের কারণে আগুনের সৃষ্টি হয়ে থাকতে পারে।

 

দুপুরে নিজ কার্যালয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা সকাল ৭টা ৫০ মিনিটে সংবাদ পাই আমাদের থানার নিকটবর্তী চারটা-পাঁচটা ভবন দূরত্বে একটি ভবনে আগুন লেগেছে। থানার নিকটবর্তী হওয়ায় আমরা এই অগ্নিকাণ্ডের দ্রুত সংবাদ পাই এবং আমরা নিজেরাই দ্রুত ফায়ার সার্ভিসকে ঘটনা সম্পর্কে জানাই। সংবাদ পাওয়ার পর খুব দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসে এবং আমাদের যতগুলো মোবাইল টিম আশপাশে ছিল তারাও ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কাজ শেষ হতে সকাল আনুমানিক ১০টা ২০ মিনিট পর্যন্ত লাগে। আমরা এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। এর মধ্যে তিনজনের মরদেহ রয়েছে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে, আরেকজনের মরদেহ উত্তরায় অন্য আরেকটি হাসপাতালে। আর সর্বশেষ যে মৃত্যুর সংবাদ পাই, সেই মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় সর্বমোট কতজন আহত হয়েছেন তা জানতে আমাদের পুলিশের বিভিন্ন টিম কাজ করছে।

আরো পড়ুন