নওগাঁ জেলার শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান

by sondeshbd.com
1 views

নওগাঁ জেলার শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান। নওগাঁ জেলার শিক্ষা মানচিত্রে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিম্নলিখিত চারটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান।

১৩ জানুয়ারী ২০২৬ তারিখে নওগাঁ জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে পাঠানো স্মারক নং-৩৭.০২.৬৪০০.০০০০.৫০.০০১.২৬-২৪এ এই শ্রেষ্ঠত্বেও ফলাফল ঘোষনা করেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার (ভার:) মো: শাহাদৎ হোসেন।

নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা
নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার সদর উপজেলার পার নওগাঁ (উত্তর) নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসা। এই মাদরাসাটিকে সংক্ষেপে নামাজগড় মাদরাসা বলা হয়। মাদরাসাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো, বর্তমানে মাদরাসা বোর্ডের দাখিল ও আলিম পরীক্ষার রাজশাহী বিভাগের শীর্ষস্থানীয় ফলাফল করতে দেখা যায়। এই মাদরাসাটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে নামাজগড় গাউসুল আজম ট্রাস্ট কর্তৃক পরিচালিত।

নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা ১ জানুয়ারি ১৯৫১ সালে প্রতিষ্ঠা করা হয়। এবং পাকিস্তান সরকার কর্তৃক ৬ ডিসেম্বর ১৯৬৯ সালে স্বীকৃতি প্রদান করা হয়। ২০০২ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা চালু করে। অর্থাৎ আরবি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর সমন্বয়ে একটি বহুমুখী প্রতিষ্ঠান।

বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত একটি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)-এর অধীনে পরিচালিত হয় এবং এখানে কম্পিউটার অপারেশন, হিসাব রক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ও ব্যাংকিংয়ের মতো বিষয়গুলোর এইচএসসি (বিএম) কোর্স করানো হয়ে থাকে।

blank

Screenshot

নওগাঁ সরকারি কলেজ নওগাঁ
নওগাঁ সরকারি কলেজ নওগাঁ জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। কলেজটি নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ‍্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স পরিচালনা করা হয়।

প্রথমে কলেজটি নওগাঁ ডিগ্রি কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৯ সালে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক আব্দুল বাতেন ই.পি.সি.এস কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরবর্তী নওগাঁ মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরী কলেজটিকে পূর্ণাঙ্গ করার জন্য বিভিন্ন জায়গাতে অর্থ সংগ্রহ করেন এবং কলেজটিকে সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেন। ১৯৬২ সালে কলা বিভাগের ১১৮ জন শিক্ষার্থী নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর কিছুকাল পরে উচ্চ মাধ্যমিক কোর্স চালু করা হয়। ১৯৬৩ সালে বাণিজ্য বিভাগ এবং ১৯৬৭ সালে বিজ্ঞান বিভাগ খোলা হয়।

নওগাঁ মহকুমা থেকে নওগাঁ জেলায় পরিণত হবার পর, ১৯৮০ সালে কলেজটিকে সরকারি আত্তীকরণ করা হয়। পরবর্তীতে কলেজের নাম পরিবর্তন করে নওগাঁ সরকারি কলেজ করা হয়। নওগাঁ সরকারি কলেজে বর্তমানে ডিগ্রি (পাস), স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়া চালু রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম। এই কলেজে ৪টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুল
বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুল, বদলগাছী, ১৯৪০ সালে ছোট যমুনা নদীর তীরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘকাল ধরে এ অঞ্চলের মাধ্যমিক শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। ২০১৮ সালের ২১ মে প্রতিষ্ঠানটি সরকারি করা হয়। গত কয়েক বছরের এসএসসি ও জেএসসি পরীক্ষায় পাসের হার ঈর্ষণীয়। ২০২৪ সালে শতভাগ পাসের পর ২০২৫ সালেও গড় ৯৮ শতাংশ ফলাফল ধরে রেখেছে বিদ্যালয়টি।

কেবল পাঠদান নয় বরং ১৬টি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই স্কুল। এর মধ্যে রয়েছে- আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত বিজ্ঞান ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, আইসিটি ল্যাব, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, রেড ক্রিসেন্ট ও স্কাউট কার্যক্রম। এছাড়া বৃক্ষরোপণ, রক্তদান ও মাদকবিরোধী প্রচারণার মতো সামাজিক কাজেও রয়েছে প্রতিষ্ঠানটির সক্রিয় অংশগ্রহণ।

আরো পড়ুন