মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান

ঢাকাসহ ৫ বিভাগ

by sondeshbd.com
38 views

ডেস্ক রিপোর্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

blank

সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শায়রুল কবির খান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এদিন বৈঠকে কোনো নেতাকর্মী বা অনুসারী সঙ্গে আনা যাবে না। শুধু মনোনয়নপ্রত্যাশীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন