৬০০ শিক্ষার্থী কোরআন উপহার পেল ব্রাহ্মণবাড়িয়ায়

by sondeshbd.com
11 views

 ব্রাহ্মণবাড়িয়া:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সেক্রেটারি কাজী খাইরুল ইসলাম মিয়াদসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পথ সুগম করে। শিক্ষার্থীদের মাঝে কোরআন উপহারের মাধ্যমে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কোরআন পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো পড়ুন