৩০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মোংলায় করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আটক

by sondeshbd.com
7 views

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী আব্দুর রহিমকে (৩২) আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে মোংলার পশুর নদীর হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, অস্ত্র-গুলিসসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন