১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি আহমেদ সোহেল

by sondeshbd.com
36 views

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন নওগাঁ জেলার কৃতি সন্তান বিচারপতি আহমেদ সোহেল।  মঙ্গলবার, ৪ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (খ) এবং বিধি ৩ (৩) এর বিধানমতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি আহমেদ সোহেলকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

জনাব আহমেদ সোহেল হচ্ছেন সাবেক বিচারপতি মৃত আনসার আলীর কনিষ্ঠ পুত্র। সদ্য প্রয়াত চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রফি ছিলেন তাঁর বড় ভাই। সাবেক বিচারপতি মৃত আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে এবং তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেছিলেন। ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব প্রদান করেছিলেন।

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে মৃত আনসার আলী ২০০১ সালে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ পেয়েছিলেন। বিচারপতি আহমেদ সোহেলের পিতা মৃত আনসার আলী ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি, তৎকালীন রংপুর হাইকোর্ট বারের দুবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন। বহু রায়ের মধ্যে বিচারপতি হিসেবে তার দক্ষতা, বিচক্ষণতা ও প্রতিভার স্বাক্ষর মেলে। তাঁরই কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আরো পড়ুন