১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রায়কে ঘিরে সতর্ক অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা

শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়

by sondeshbd.com
8 views

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিন ধার্য করেছেন। এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে।

মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিনজনের প্যানেল রায় ঘোষণা করবেন ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এ ছাড়াও পুলিশের পাশাপাশি ঢাকার রাস্তায় সতর্ক অবস্থায় রয়েছেন সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দিনের (১৬ ও ১৭ নভেম্বর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে এই রায় ঘোষণার দিন ধার্যের দিনে লকডাউন কর্মসূচি দিয়েছিল ক্ষমতাচ্যুত দলটি। এ দুই কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ অবস্থায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ হাইকোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শাটডাউন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীগুলোর।

আরো পড়ুন