আসছে ২০ ও ২১ নভেম্বর ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিচার বিভাগীয় অখন্ডতা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নিতে মঙ্গলবার, ১৮ নভেম্বর ঢাকা ছেড়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি আহমেদ সোহেল।
সভায় দূর্নীতির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশন (UNCAC)-এর ১১ অনুচ্ছেদ বাস্তবায়নকে এগিয়ে নেওয়া এবং ২০২৪ সালের অক্টোবরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দূর্নীতি ও মানবাধিকার বিষয়ক আঞ্চলিক সংলাপের ফলাফলের উপর ভিত্তি করে আলোচনা করা হবে। এই বৈঠকে বিভিন্ন দেশের প্রধান বিচারপতি, উপ-প্রধান বিচারপতি এবং বিচার বিভাগের জ্যেষ্ঠ সদস্যরা অংশ নেবেন। যারা এই অঞ্চলে বিচারিক অখন্ডতা সংরক্ষণ এবং অগ্রগতির উপর খোলামেলা আলোচনা করবেন।
জাতিসংঘের মাদক ও অপরাধ দমন অফিস(UNDDC)-এর দক্ষিণ-পূ্র্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক কার্যালয়(ROSEAP), জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার (OHCHR SEARD)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়(OHCHR SEARD) এবং ফিলিপাইন প্রজাতন্ত্রের সুপ্রিম কোর্ট এর আমন্ত্রণে এই উচ্চ পর্যায়ের সভায় অংশ নিচ্ছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য বিচারপতি আহমেদ সোহেল।

