সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা সেই স্থিরতা আজ আমরা ধরে রাখতে পারছি না: মিয়া গোলাম পরওয়ার

by sondeshbd.com
14 views

সন্দেশবিডি ডট কম | ফাইল ফটো |

সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা সেই স্থিরতা আজ আমরা ধরে রাখতে পারছি না: মিয়া গোলাম পরওয়ার।
দেশের সাংবাদিকতা ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থের দখলে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকতা পেশা সভ্যতার অন্যতম মানদণ্ড হলেও বর্তমানে সারা বিশ্বেই এই পেশা তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে।

সাংবাদিকতার যে লক্ষ্য, সত্য সংবাদ পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা সেই স্থিরতা আজ আমরা ধরে রাখতে পারছি না।

তিনি বলেন, সাংবাদিকতা এখন অনেক ক্ষেত্রে নৈতিকতা, সুবিধা ও স্বার্থঘেঁষা আচরণের কারণে পেশাগত মর্যাদা হারাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যম ও মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির ব্যবসায়িক পুঁজি রক্ষা, কোনো রাজনৈতিক ব্যক্তির স্বার্থ রক্ষা

অথবা অর্থনীতি ও দুর্নীতির লুটপাটের পাহারাদার হিসেবে গড়ে উঠেছে। আজকের সাংবাদিকরা যদি কিছু স্বার্থ ত্যাগ করে

জাতির স্বার্থকে অগ্রাধিকার দেন, তবে নতুন বাংলাদেশ গঠনে বড় অবদান রাখতে পারবেন।

আরো পড়ুন