সন্দেশবিডি ডট কম
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এ সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দেখে আসছি একটি দলের পক্ষ থেকে সরকারকে ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হয়েছে, যাতে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয়। আমরা এটির বিরোধিতা জানিয়েছি। আমরা আজকে নির্বাচন কমিশনকে বলেছি, এ বিষয়ে সংস্কারের পক্ষে স্ট্রং থাকতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
তিনি বলেন, আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করছি যে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন—প্রত্যেকটি দলকে তার নিজস্ব প্রতীক ও নিজস্ব আদর্শে নির্বাচন করা উচিত। কোনো দলের সাথে সমঝোতা হলে তার প্রতীক আলাদা হওয়া উচিত।
নাহিদ ইসলাম আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে যে, হলফনামায় যে তথ্য প্রার্থীরা নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সে তথ্য যাতে যাচাই-বাছাই করে এবং সে তথ্যে যদি ভুল থাকে, নির্বাচন কমিশন থেকে যাতে ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া, ইসির যে আইন বা বিধিমালা, সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, সে ব্যাপারেও আলাপ করেছি।

