13
রেসিপি নাম :
সি ফুড ডিপিং সস
উপকরণ :
থাইরেড চিলি ৬ টা
কাঁচা মরিচ ৬টি
রসুন কোয়া ৪টি
ধনিয়া পাতা পরিমানমত
লেবু দুইটা
ফিস সস – ৩ টেবিল চামচ
চিনি বা ব্রাউন সুগার পরিমানমত
লবণ স্বাদমত
প্রস্তুুত প্রণালী :
প্রথমে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন, হাই রেট চিলি আধাভাঙ্গা করে নিন। তারপর আধাভাঙ্গা মিশ্রণের মধ্যে উপরের বাকি উপকরণ
মিলিয়ে সস তৈরি করুন।

