রাজধানীতে আয়োজিত হলো লোকাল গাইডস গেট টুগেদার ২০২৫

by sondeshbd.com
61 views

রাজধানী উত্তরায় আয়োজিত হলো লোকাল গাইডস গেট টুগেদার ২০২৫। শুক্রবার, সকাল ১০ টায় লোকাল গাইডস বাংলা আয়োজিত এই গেট টুগেদার ইভেন্টটি অনুষ্ঠিত হয় লাউঞ্জ ২৫ রেস্তোরাঁয়, যেখানে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ২২ জন গুগল লোকাল গাইড অংশগ্রহণের সুযোগ পান। এটি লোকাল গাইডস বাংলার আয়োজিত তৃতীয় গেট টুগেদার, যা ধারাবাহিকভাবে গত দুই বছর ধরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।

ইভেন্টটির আয়োজক ছিলেন লোকাল গাইডস বাংলার প্রতিষ্ঠাতা ও গুগল কানেক্ট মডারেটর মো: শফিউল বাশার। তিনি ২০২৬ সালকে সামনে রেখে ২০২৫ সালের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোকাল গাইডস কমিউনিটির মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে বিশ্বে পরিচিত করার আহ্বান জানান। তিনি বলেন, “কোয়ালিটি গাইডিং ও ম্যাপিং এর মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হয়ে দেশের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও রেস্তোরাঁগুলোর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মানসম্মত রিভিউ, ছবি ও তথ্য শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও উল্লেখ করেন যে, জাপানে অনুষ্ঠিত কানেক্ট লাইভ টোকিও ২০২৫-এ অংশগ্রহণের অভিজ্ঞতা তাঁকে আরও উৎসাহিত করেছে নিয়মিত গাইডিং, ম্যাপস-এ তথ্য শেয়ার এবং বাংলাদেশের লোকাল গাইডস কমিউনিটির সম্ভাবনা নিয়ে কাজ করতে।

ইভেন্টে উপস্থিত লোকাল গাইডস বাংলা টিমের সদস্য শাকিল আকতার খান তাঁর কানেক্ট লাইভ টোকিও অভিজ্ঞতা শেয়ার করেন এবং কোয়ালিটি কন্ট্রিবিউশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে ম্যাপস কন্ট্রিবিউশন ও লোকাল গাইডস ফোরামে আরও সক্রিয় হওয়ার উৎসাহ প্রদান করেন।

প্রকৌশলী পারভিন আক্তার ময়ন লোকাল গাইডস ইভেন্টের গুরুত্ব তুলে ধরে নিয়মিত আয়োজনের আহ্বান জানান‌ এছাড়াও টিমের সদস্য খোকন সরকার, আব্দুল্লাহ আল নাঈম, এবং শাহিনুর ইসলাম তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ইভেন্ট আয়োজনকে সফল করতে বিভিন্ন ভূমিকা রাখেন।

জুম্মা নামাজ আদায়ের পর দুপুরের খাবার পরিবেশন এবং গিফট বিতরণের মাধ্যমে এই বছরের গেট টুগেদার ইভেন্ট সফলভাবে সমাপ্ত হয়।

আরো পড়ুন