যুব এশিয়া কাপে চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে আজ দুবাই যাচ্ছে টাইগাররা

by sondeshbd.com
22 views

যুব এশিয়া কাপ খেলতে আজ বুধবার দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর আগে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিক ফটোসেশন করেছিল টাইগার যুবারা। গত দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। অধিনায়ক তামিম দলের ধারাবাহিক জয়ের উপর ভরসা রাখছেন এবং দলকে ইতিবাচক মনোবল দিয়ে এগিয়ে নিতে চান।

দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সংযোজন এবং কঠোর সিরিজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে দলের শক্তি হিসেবে দেখছেন তামিম। দলের সবাই অভিজ্ঞ খেলোয়াড়। যেমন জীবনও এখন দলে যুক্ত হয়েছে। ওই হিসেবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

 

আরো পড়ুন