সময়ের ব্যবধান ১৮ বছর, অবশেষে মায়ের পাশে তারেক রহমান

by sondeshbd.com
35 views

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমান।

এর আগে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে বিকেল সাড়ে ৪টার পর সংবর্ধনাস্থল থেকে এভারকেয়ারের দিকে রওনা হয় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। এ সময় পুরো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানায় নেতাকর্মীসহ সাধারণ মানুষ। একই সময় গাড়ির সামনের অংশে দাঁড়িয়ে ক্ষণে ক্ষণে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ারে পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যার পর মা-ছেলের স্বাক্ষাত ঘটে। জন্মভূমিতে ফিরে এভারকেয়ার হাসপাতালে মায়ের মাথায় স্নেহভরে হাত রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন পুত্র জনাব তারেক রহমান।

আরো পড়ুন