বদলগাছী পাবলিক লাইব্রেরি’র অঙ্গপ্রতিষ্ঠান “বদলগাছী স্পোর্টিং ক্লাব” এর আয়োজনে এবং পাবলিক লাইব্রেরির সম্মানিত সভাপতি জনাব এস এম জাকিতুল্লাহ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৫
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার আনন্দঘন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান ছনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার জনাব মোঃ পলাশ উদ্দিন, অফিসার ইনচার্জ জনাব মোঃ লুৎফর রহমান, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্পোর্টিং ক্লাবের আহবায়ক জনাব মোঃ আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শকবৃন্দ।
উল্লেখযোগ্য বিষয় হলো – বদলগাছী স্পোর্টিং ক্লাব এই উপজেলার সকল খেলাধুলা নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। যুবসমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ক্লাব সবসময়ই অগ্রণী ভূমিকা রেখে আসছে।

