বিদ্যা সিনহা মিম, বিবাহীত জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। আজ ৪ জানুয়ারি মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। মিম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি।
শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন, অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট।
ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল।

২০২২ সালের আজকের এই দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘদিনের প্রেম, তার পর পারিবারিকভাবে তিনি বিয়ের পিড়িতে পা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ক্যারিয়ারের ব্যস্ততা সামলে মিম ও সনির এই একান্ত সময় কাটানো বেশ প্রশংসা কুড়াচ্ছে নেটদুনিয়ায়।
