২০২৬ ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন রিয়াদে, ১৪ ফেব্রুয়ারি আসবে বাংলাদেশে

by sondeshbd.com
40 views

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসছে কোকা-কোলা। মূল ট্রফিটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন বাংলাদেশের ফুটবলভক্তরা। বর্তমানে বিশ্বকাপ ট্রফিটি সৌদি আরবের রিয়াদে রয়েছে। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে চতুর্থবারের মতো এটি ঢাকায় পৌঁছাবে আগামী ১৪ জানুয়ারি।

৩ জানুয়ারী (শনিবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে বিশ্বকাপের ‍মূল ট্রফি। ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার আগে ফিফা ট্রফি যাবে মিশর, তুরস্ক, অস্ট্রেলিয়া ও ভারতে।

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। দলের (৪৮) পাশাপাশি বেড়েছে ম্যাচও (১০৪)। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফা সদস্য দেশে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ভক্তরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন। থাকবে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগও। অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিয়ে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন। এই অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে, চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।

 

আরো পড়ুন