ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর দায়িত্ব ও মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে নির্বাচন-পূর্ব, ভোটের দিন ও পরবর্তী সময়ের নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, পুলিশ, আনসার ও ভিডিপি, বিজিবি, র্যাব, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জামের সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই মোতায়েনের মূল উদ্দেশ্য।
নথিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীকে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন রাখা হবে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে প্রয়োজনে যৌথ অভিযান চালাবে।
পুলিশ বাহিনী ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবে এবং সংবেদনশীল কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি, র্যাব, কোস্ট গার্ড ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা এই পরিপত্রে নির্ধারণ করা হয়েছে।

