7
ডিএম রাশেদ, পোরশা নওগাঁ
নওগাঁর পোরশা উপজেলার ভারতীয় সীমান্তে মদসহ নসিব (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মাদক ব্যবসায়ী উপজেলার নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত শনিবার রাতে ১৬বিজিবি’র অধীনস্ত নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিনের নেতৃত্বে উপজেলার সীমান্ত এলাকা নিতপুর দিয়াড়াপাড়ায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ নসিবকে আটক করেন।
এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতকে আজ থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

