একদিন ভাতের লড়াই শেষ হবে রাতের পানশালায় বিপ্লবীরা ঝিমুবে তাদের পানপাত্রে থাকবে বিষাদের অসুখ। সুন্দরী বারমেইডরা বিবস্ত্র শরীরে পরিবেশন করবে পোকামাকড়, কবর থেকে তোলা লাশের ঝলসানো মাংস (বৃক্ক, যকৃৎ, হৃৎপিণ্ড ও মগজ একটু চড়া দামে), নারী ও শিশুদের টাটকা রক্ত; তাদের মুখের মধু হবে অশ্লীল গালিগালাজ স্তন যুগল ঘটাবে পরমাণু ফিউশন। বিতাড়িত সুন্দর পান করবে অসুন্দরের হলাহল সিংহাসনে বসবে সেই সমস্ত জড়বুদ্ধির মনুষ যাদের জিভে হাঙরের খিদে; গিলে খাবে গোধূলির সমুদ্র, সবুজ প্যারাবন, শাদা বরফের অর্কেস্ট্রা। ধানের শীষে জ¦লবে না আগুন ফসলের রং হবে চিমনি ধোঁয়ার মতো। মনুমেন্ট, নান্দনিক দৃশ্যসমূহ যাবে উন্মাদের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত হালাকু খানদের দখলে; বিছিয়ে রাখবে শজারুর কাঁটা, ধোঁয়ার কুÐলীতে হি হি করে হাসবে প্রহেলিকার বাঁদর। বারুদ ও কার্তুজের ট্যাটু আঁকা দুর্বৃত্তদের অট্টহাসিতে ঝুরঝুর করে খসে পড়বে শান্তির পলস্তারা চরিত্রহরণের ভয়ে পালিয়ে বেড়াবেন সুভাষণের পাখিরা পূঁজ, …
কপিরাইট: sondeshbd.com
কারিগরি সহায়তায়: RD Network BD
